মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ০৪:২৭:৫১

বাসচাপায় নিহত শিক্ষার্থী আবরারের জানাজা সম্পন্ন

বাসচাপায় নিহত শিক্ষার্থী আবরারের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সু-প্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর সেনানিবাসের মধ্যে বিইউপি এডিবি গ্রেড গ্রাউন্ড মাঠে জানাজা হয়। ২৫ এডিবি গ্রেড মসজিদের ইমাম মওলানা তাজুল ইসলাম জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে বনানী কবরস্থানে আবরারকে দাফন করা হবে।এরইমধ্যে তার মরদেহ বনানী কবরস্থানে নেয়া হয়েছে বলে জানা গেছে।

সকাল সাড়ে ৮টায় বিইউপিতে ক্লাস ছিল আবরারের। ওই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। ক্লাসে যাওয়ার জন্য সকাল সাড়ে ৭টার দিকে নর্দা এলাকা থেকে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। তিনি বাসের চাকায় পিষ্ট হন। পরে তার লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার পর প্রগতি সরণি অবরোধ করেন আবরারের সহপাঠী, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে