নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা শতাধিক। এখনও নিখোঁজ রয়েছে ২০ জন। সেখানে দায়িত্বরত একাধিক ফায়ার সার্ভিস কর্মীর সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগার ৬ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ৯ ঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে সাতটি লাশ আনা হয়। কারও পরিচয় জানা যাচ্ছে না। ঠিক তখনই একটি লাশের পকেটে থাকা মোবাইল ফোন বেজে ওঠে। আর এই ফোন কলের মাধ্যমেই মিলেছে বনানীর অগ্নিকাণ্ডে নিহত ফজলে রাব্বি (২৭) নামের ওই ব্যক্তির পরিচয়।
মর্গে রাব্বির সঙ্গে থাকা ফোন বেজে উঠলে তা বের করে কথা বলেন লাশের সঙ্গে থাকা আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন কর্মী। ফোনটি করেন রাব্বির বড় বোন শাম্মী আক্তার।
শাম্মী আক্তার জানান, রাব্বি দুর্ঘটনাকবলিত টাওয়ারের ১১ তলায় ইউরো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।