নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর বহুতল ভবনের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছে। এর ফলে পাশে গুলশান লেকে পাম্প বসিয়ে পানি নেয়া হচ্ছে। এছাড়া বনানীর মতো এখানেও উৎসক জনতা ভিড় করায় আগুন নেভাতে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।