শনিবার, ৩০ মার্চ, ২০১৯, ১২:০৭:০৪

আগুনের ঘটনায় উৎসুক জনতা সরাতে আসলো সেনাবাহিনী

আগুনের ঘটনায় উৎসুক জনতা সরাতে আসলো সেনাবাহিনী

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার ও সুপার মার্কেটে আগুনের ঘটনায় ঘটনাস্থলে ভিড় করা উৎসুক জনতা সরাতে আসতে হলো বাংলাদেশ সেনাবাহিনীকে। শনিবার ভোরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর মার্কেটের সামনের সড়কে ও মার্কেটের ভেতরে শত শত মানুষ ভিড় করেন। এদের কেউ মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করেন কেউবা অযথাই দাঁড়িয়ে থাকেন। এর ফলে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের পানি সরবরাহের গাড়ি ঢুকতে সমস্যা হয়।

এরই প্রেক্ষিতে সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর একদল সদস্য বাঁশি বাজিয়ে মার্কেটের সামনে থেকে উৎসুক জনতা সরিয়ে দেন। সেনাবাহিনীর তৎপরতার কারণে দেখতে দেখতে উৎসুক জনতা শূন্য হয়ে পড়ে ডিএনসিসি মার্কেটের সামনের সড়ক।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে আগুন লাগার পর হাজার হাজার উৎসুক মানুষ ভবনটির চারদিক থেকে ভিড় করেন। এতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে