নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান-১-এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের পার্শ্ববর্তী কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তার আগেই পুরো কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি বাজারে থাকা কাঁচামালও। এতে মাথায় হাত উঠে গেছে সেখানকার ব্যবসায়ীদের। তাদের অনেকে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।
শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে লাগা এই আগুন ৮টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ২০টি ইউনিট। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী।
প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০১৭ সালের ৩ জানুয়ারির পর দুই বছর ব্যবধানে এমন অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চোখের সামনে নিজেদের সাজানো ব্যবসা পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। স্বেচ্ছাসেবীদের অনেককে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিতে দেখা গেছে। অসহায় এই ব্যবসায়ীদের অনেকে বলছেন, দু'বছরের মধ্যে দু'বার এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা সর্বস্ব হারিয়ে পথে বসার অপেক্ষায় রয়েছেন।