রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ১১:৪২:২৫

কালবৈশাখী ঝড়ে উড়ে আসা ইটের আঘাতে চা দোকানদার নিহত

কালবৈশাখী ঝড়ে উড়ে আসা ইটের আঘাতে চা দোকানদার নিহত

নিউজ ডেস্ক : রাজধানীতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় নির্মাণাধীন ভবন থেকে উড়ে আসা ইট মাথায় লেগে এক চা দোকানদার নিহত হয়েছেন। তার নাম আব্দুল হানিফ।  রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীসহ আশেপাশের এলাকাগুলোর ওপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার সময় পল্টন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবু নাঈম নোমান জানান, ‘বুকটা ফেটে যাচ্ছে চোখের সামনে মানুষটার মৃত্যু দেখে। সন্ধ্যা ৬ টার দিকে পল্টনে দারুস সালাম মার্কেটের সামনে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিলাম। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। আমি ওপরের দিকে তাকাচ্ছিলাম ফুলের টব বা অন্য কিছু আছে কিনা দেখার জন্য। ঝড়ের গতি বেড়ে যাওয়ায় মুড়ির প্লেট নিয়ে দৌড় দেই। এর মধ্যে একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে চায়ের দোকানদারের মাথায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পথচারী ও কয়েকজন ফুটপাতের দোকানদার তাকে দ্রুত রিকশায় তুলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পল্টন থানার এসআই সুজন কুমার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আব্দুল হানিফ পল্টন মোড়ে একটি চায়ের দোকান চালাতেন। কালবৈশাখী ঝড়ের সময় পাশের নির্মাণাধীন একটি ভবন থেকে একটি ইট উড়ে এসে তার মাথায় পড়ে। এর আঘাতে তিনি গুরুতর আহত হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি ঢামেক হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন এসআই সুজন।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে