ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের হামলার বিচার চেয়ে প্রায় ১৪ ঘণ্টা ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুরসহ প্রতিবাদী শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টা থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি চলে বুধবার সকাল ৯টা পর্যন্ত।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে নিজ কার্যালয়ে নিয়ে যান। সোয়া ১ ঘণ্টা আলোচনা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
এদিকে ভিসির কার্যালয় সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনায় ডাকসু ভিপি নুরুল হক নুরসহ উপস্থিত শিক্ষার্থীদের নাস্তা করানো হয়েছে। নাস্তার মেনুতে ছিল- পরোটা, ডিম, ভাজি ও কলা। ‘আলোচনায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য ভিসি অফিস থেকে সকালের নাস্তার ব্যবস্থা করা হয়েছিল। নাস্তার মেনুতে ছিল- দুটি পরোটা, একটি ডিম মামলেট, একটি ভাজি ও একটি কলা।’