নিউজ ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাজ্যব্রিটিশ ডিগ্রি প্রোগ্রাম বাংলাদেশে চালু করা যায় কিনা তা নিয়ে বেশ কয়েকটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা চালাচ্ছে। এটি চালু হলে বাংলাদেশে শাখা ক্যাম্পাসের মাধ্যমে বিভিন্ন কোর্স পড়ার সুযোগ হবে।
এ বিষয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করতে যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক মন্ত্রী মার্ক ফিল্ড দু’দিনের সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার তার ঢাকায় পৌঁছানোর কথা।
ঢাকায় শাখা ক্যাম্পাস খুলতে হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। শুক্রবার যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যম আয়ের দেশে উন্নিত হওয়ায় যুক্তরাজ্য কীভাবে বাংলাদেশকে তার সহায়তা অব্যহত রাখতে পারে সে বিষয়ে ফিল্ড প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। ফিল্ড সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও আলোচনা করবেন।
এই সফরে ফিল্ড বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গেও দেখা করবেন। কারণ এবারের বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।-বাংলা ট্রিবিউন