নিউজ ডেস্ক : ফুটপাতে বসে আছেন মা ও মেয়ে। সড়কে শত শত যানবাহন যাতায়াত করছে। সেদিকে তাদের কোনও ভ্রুক্ষেপ নেই। ফুটপাতে বসেই ল্যাম্পপোস্টের আলোতে মেয়েকে পড়াতে বসেছেন হতদরিদ্র মা। তারা যেন বিশ্বের সেরা একজন শিক্ষিকা এবং শ্রেষ্ঠ ছাত্রী! রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর সড়কে কোনও এক রাতের দৃশ্য এটি।
রাজধানীতে এমন হাজারো অতিদরিদ্র ও ভাসমান মানুষ আছেন। যাদের খাদ্য নেই। মাথা গোঁজার কোনও ঠাঁই নেই। থাকেন ফুটপাতে। তাদের সাধ্য না থাকলেও আছে সাধ। শিক্ষার আলোতে আলোকিত করতে চান তাদের প্রজন্মকে।