নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ঘিরে রাখা জঙ্গি আস্তানার ভেতরে বিস্ফোরণের ঘটনায় ওই বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। এতে ছিন্ন-ভিন্ন হয়ে গেছে সেখানে অবস্থানরত জঙ্গিদের মরদেহ।
রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে কমপক্ষে দুইজনের মরদেহ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার বেলা ১১টার দিকে ওই আস্তানা এলাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। ঘটনাস্থলে তিনটি পায়ের নমুনা মিলেছে বিধায় অন্তত দু’জনের মরদেহ আছে বলে আমরা ধারণা করছি। তবে সব তথ্য ফরেনসিক নিরীক্ষার পর জানা যাবে। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বসিলার মেট্রো হাউজিংয়ের টিনশেড ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র্যাব। পরে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।