নিউজ ডেস্ক : টানা কয়েকদিনের তীব্র গরমের পর হঠাৎ রাজধানী ঢাকায় আঘাত হানলো কালবৈশাখী ঝড়। রাত ১১টার দিকে শুরু হয় ধূলিঝড়। এরপর শুরু হয় ঝড়ো হাওয়া বজ্রসহ মুসলধারে বৃষ্টি। রাত হওয়ায় রাজধানীর রাস্তায় জনসমাগম কম থাকায় বৃষ্টিতে দুর্ভোগ তুলনামূলক কম। পথে যারা ছিলেন তারাও দ্রুত পা চালিয়ে বাড়ি ফেরেন। বাকিরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশেপাশের দোকানপাট, বাড়ির সামনের বারান্দা ইত্যাদিতে আশ্রয় নিয়েছেন। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকায় নিতান্ত প্রয়োজন ছাড়া পথে বের হচ্ছেন না কেউ।
আজ সোমবার (১৩ মে) দিনের বেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ২। ঢাকায় এ সময় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫। গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কম থাকলেও তাপদাহে পুড়ছিল সারাদেশ। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঘণ্টায় ৫২ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে এখন দেশের বিভিন্ন অঞ্চলে। আজ সারা রাত বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে। এতে কমে যাবে তাপমাত্রা। তবে গ্রীষ্মের এই তাপমাত্রা মাঝে মাঝেই অনুভূত হবে। আবার বৃষ্টি হলে তা কমে যাবে বলে তিনি জানান।