ঢাকা : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার বয়স হিসেবে চাকরি জীবনের শেষ দিন মঙ্গলবার। তবে আপাতত তাকে স্বপদ থেকে বিদায় দেয়া হচ্ছে না। ডিএমপি কমিশনারের অবসরোত্তর ছুটি বাতিল করে আগামী ১ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে একমাস (ত্রিশ দিন) মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তক নিয়োগ প্রদান করা হলো।”
উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ শেষ হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি তিনি ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। সাড়ে চার বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন আছাদুজ্জামান মিয়া।