রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০১:৫৫:১৩

ভ্রাম্যমাণ আদালতের অভি'যান, মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ঢাকায় ৩০টি মা'মলা ও জ'রিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভি'যান, মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ঢাকায় ৩০টি মা'মলা ও জ'রিমানা

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সং'ক্রমণরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ঢাকায় ৩০টি মামলা ও জ'রিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে রয়েছে ওয়ারী এলাকার ৬ জন, যারা লকডাউনেও মাস্ক না পরে ঘোরাঘুরি করছিলেন। শনিবার দিনব্যাপী ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভি'যানে এই জ'রিমানা করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

করোনার সং'ক্রমণ বেশি হওয়ায় ৪ জুলাই থেকে লকডাউন চলছে ওয়ারীর বিভিন্ন এলাকায়। এক প্রেস বার্তায় ডিএমপি জানায়, মতিঝিল বিভাগে মাস্ক ব্যবহার না করায় ৪ জন ব্যক্তিকে ৪০০ টাকা, ওয়ারী বিভাগে ৬ জন ব্যক্তিকে ১৫০০ টাকা জ'রিমানা করা হয়েছে এছাড়াও গুলশানে বিভাগে ৫টি দোকান ও ১৫ জন ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জ'রিমানা করা হয়েছে।

অভি'যানে ৩০টি মামলায় ৫টি দোকান ও ২৫ জন ব্যক্তিকে মোট ২৩ হাজার ১০০ টাকা জ'রিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। করোনার সং'ক্রমণ ঠে'কাতে নগরবাসীকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে