ঢাকা: ঢাকা জেলার আশুলিয়ায় করোনা শ'না'ক্ত হওয়ার পর সুলতান আহমেদ নামে এক ব্যবসায়ী আ'ত্মহ'ত্যা করেছেন। খ'বর পেয়ে ঘ'ট'নাস্থ'ল পরিদ'র্শন শেষে নিহ'তের ম'রদে'হ উ'দ্ধা'র করে পরিবারের কাছে হ'স্তা'ন্তর করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডে'ন্ডা'বর এলাকায় নিজ মালিকানাধীন বাড়িতে ফ্যা'নের সাথে ঝু'লে আ'ত্মহ'ত্যা করেন তিনি । নিহ'ত সুলতান মাহমুদ (৫৮) আশুলিয়ার ডে'ন্ডা'বর এলাকার ইলে'ক্ট্রি'ক সামগ্রীর ব্যবসা করতেন।
নিহ'তের স্বজ'নেরা জানায়, সুলতান মাহমুদ দীর্ঘ দিন ধ'রে হৃ'দরো'গে ভু'গ'ছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এ'নজি'ওগ্রা'ম করারও কথা ছিল তার। পরে তার শারিরীক অব'স্থার অ'বন'তি হলে তার করোনা পরীক্ষার জন্য ন'মু'না দেওয়া হয়। তাতে করোনা পজেটিভ আসে। এরপর মঙ্গলবার সকালে নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি ক'ক্ষে সি'লিং ফ্যা'নে সাথে গ'লা'য় দ'ড়ি দিয়ে সে আ'ত্মহ'ত্যা করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, হৃ'দরো'গে আ'ক্রা'ন্ত হওয়ার পাশাপাশি সে করোনা পজেটিভ হওয়ায় অব'সাদগ্র'স্থ হয়ে আ'ত্মহ'ত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধা'রণা করা হচ্ছে।এ ঘ'ট'নায় মৃ'তের স্বজনদের অভি'যোগ না থাকায় থানায় একটি অ'পমৃ'ত্যুর মা'মলা দা'য়ের করে ম'রদে'হ পরিবারের নিকট হ'স্তা'ন্তর করা হয়েছে বলেও জানান তিনি।