রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ১১:৪০:১৫

‘ধূ'মপান মুক্ত স্বামী চাই’ স্লো'গানে শতাধিক নারীর মানববন্ধ'ন

‘ধূ'মপান মুক্ত স্বামী চাই’ স্লো'গানে শতাধিক নারীর মানববন্ধ'ন

নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডায় এলাকায় ‘ধূ'মপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’র পক্ষ থেকে এক ব্যতিক্রমী মানবব'ন্ধন পালিত হয়েছে। ‘ধূমপা'ন মুক্ত স্বামী চাই’ স্লো'গানে শতাধিক নারী এ মানববন্ধ'নে অংশ নেয়। তাদের প্রত্যাশা, ২০৪০ সালের মধ্যে প্রতিজন নারী যেন ধূ'মপান মুক্ত স্বামী পান। 

শনিবার (২৯ আগস্ট) বাড্ডা প্রধান সড়কে এ মানবব'ন্ধনের আয়োজন করেন ‘ধূমপা'ন বাংলাদেশ চাই সোসাইটি’র চেয়ারম্যান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।

মানববন্ধ'নে অংশ নেওয়ার দা'বি, সংসারের কর্তা ব্যক্তি হলেন স্বামী। ধূমপা'ন করার ফলে তারা নানা রকমের অসু'স্থতায় পড়ে যান। একইসঙ্গে আ'র্থিকভাবেও ক্ষ'তিগ্রস্ত হন তারা। সে কারণে ধূমপা'ন মুক্ত স্বামী চান নারীরা। এই মানববন্ধ'নে নারীদের পাশাপাশি অংশ নিয়েছেন সচেতন অনেক পুরুষও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে