মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৭:১৯

ঢাবিতে সেই ফুল বিক্রেতা পথশিশু জিনিয়াকে যেখান থেকে যেভাবে উ'দ্ধার করা হলো

 ঢাবিতে সেই ফুল বিক্রেতা পথশিশু জিনিয়াকে যেখান থেকে যেভাবে উ'দ্ধার করা হলো

নিউজ ডেস্ক : হা'রিয়ে যাওয়ার ছয়দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফুল বিক্রেতা পথশিশু জিনিয়া আক্তারকে (৯) নারায়ণগঞ্জ থেকে উ'দ্ধার করেছে ডিবি পুলিশ। ৭ সেপ্টেম্বর রাতে ডিবি রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মিশু বিশ্বাস ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জিনিয়াকে উ'দ্ধারের খবর নিশ্চিত করেন।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, টিএসসির প্রিয়মুখ জিনিয়াকে নারায়ণগঞ্জ থেকে একটু আগে আমরা উ'দ্ধার করেছি। সে সুস্থ এবং স্বাভাবিক আছে। আবারও সে তার হাসিমুখ দিয়ে ক্যাম্পাস আলোকিত করবে, টিএসসির এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়াবে।

গত কয়েকদিনে অনেকেই জিনিয়াকে উ'দ্ধার করতে পেরেছি কিনা জানতে চেয়েছেন, তার জন্য দু'শ্চি'ন্তা করেছেন। আপনাদের সবার প্রতি কৃত'জ্ঞতা। জিনিয়াকে উ'দ্ধারে অক্লা'ন্ত পরিশ্রম করার জন্য রমনা জোনাল টিমের সকল সদস্যসহ শাহবাগ থানার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে