 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
ঢাকা : মা'দকাস'ক্ত পুলিশের ২৬ সদস্যকে চাকরিচ্যু'ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার রাজধানীর মিরপুরে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার একথা জানান।
কমিশনার বলেন, স'ন্দে'হভাজন পুলিশ সদস্যদের ডো'প টেস্ট করে ২৬ পুলিশ সদস্যের প'জি'টি'ভ পেয়েছি। এই ২৬ জনকে চাকরিচ্যু'ত করা হবে। ইতোমধ্যেই সেই প্র'ক্রি'য়া শুরু হয়েছে। আমাদের বিশ্বাস এভাবে মা'দ'কাস'ক্তদের বি'রু'দ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকে ছাড় দেব না।
এ সময় উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়ে'ন্দা) একেএম হাফিজ আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।