লছে সাত দিনের কঠিন লকডাউন। প্রথম দিনেই সরকারী নির্দেশ না মানায় গ্রে'প্তার করা হয়েছে ৭৫৫ জনকে।
এ ত'থ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম । আট'ক ও গ্রে'প্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ৮টি বিভাগ আইনি ব্যবস্থা নিয়েছে।
এদের মধ্যে অকারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আট'ক হয়েছেন ৪৯৭ জন। এ ছাড়া চলমান বিধিনিষেধ অমান্য করায় গ্রে'প্তার করা হয়েছে ২৫৮ জন। নিয়মিত মাম'লায় তাদেরকে গ্রে'প্তার দেখানো হয়েছে।