মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ০৬:২৭:০১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকায় সর্বোচ্চ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকায় সর্বোচ্চ মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৬ হাজার ৮৪২ জনের মৃত্যু হলো।

এ ছাড়া দেশে নতুন করে আরও ১২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের করোনা শনাক্ত হলো।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ২০৩ জনের মধ্যে ১৩২ জন পুরুষ ও ৭১ জন নারী- এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের মধ্যে ৬১ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ৫৩, চট্টগ্রামে ৩০, রাজশাহীতে ২৭, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে আরও ৭ জন মারা গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে