গত কয়েকদিন ধরে টানা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল ঢাকার মানুষ। তবে আজ সকাল থেকে শুরু হয়েছে প্রশান্তির বৃষ্টি। আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা। সারা বিশ্বের মতো করোনার কারণে বাংলাদেশের অবস্থাও তেমন ভাল নয়। এমন পরিস্থিতিতে এবারের ঈদ উৎসব পালন করতে হচ্ছে সবাইকে।
এদিকে ঈদের দিন আবহাওয়া অনেকটাই প্রতিকূলে থাকতে পারে। সকালের দিকে রোদ থাকলেও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
গত সোমবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার।