দিনাজপুর থেকে: দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে আয়োজকরা। শুধু দিনাজপুর নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এই জামায়াতে নামাজ আদায় করেন। বৃহৎ এই জামাতে প্রায় ‘৪ লাখ’ মুসল্লি একসাথে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছে।
সোমবার সকাল ৯টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন মাওলানা সামশুল আলম কাশেমী।
বৃহৎ এই জামাতে সুপ্রিম কোর্টের বিচারপতি এ্যাডভোকেট ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মুসল্লি মিলিয়ে ৪ লাখ মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশের সর্ববৃহৎ মাঠ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দান। এই ময়দানেই এবার পবিত্র ঈদুল ফিতরে দেশের সর্ববৃহৎ ঈদের জামায়াতের প্রস্তুতি নেয়া হয়। আর এ জন্য নির্মাণ করা করা হয় ৫২টি গম্বুজ বিশিষ্ট সুসজ্জিত ও নান্দনিক মিনার। প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এই মিনার নির্মাণের উদ্যোগ নেয় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল ৯টা বাজতে না বাজতেই পরিপূর্ণ হয়ে যায় গোটা ঈদগাহ ময়দান। গোটা মাঠের পরিধি অনুযায়ী এখানে ৪ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছে বলে জানা গেছে।
বগুড়া থেকে আগত মুসল্লি এ্যাডভোকেট সামসুল আলম জানান, তিনি শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে নামাজ আদায় করেছে। কিন্তু দিনাজপুরের যত মুসল্লির সমাগম ঘটেছে-তাতে এর চেয়ে বেশি মুসল্লি তারা কোথাও দেখেনি। বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি তিনি।
মুসল্লিরা জানান, বেশি সংখ্যক মুসল্লি একসাথে নামাজ আদায় করলে খুশি হন মহান আল্লাহপাক। তাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি তারা। তারা জানান, দেশ ও মুসলিম উম্মাহর এবং পরিবারের শান্তি কামনা করে মোনাজাত করেছেন তারা।
বৃহৎ এই জামাতের মূল আয়োজক জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দাবি করেন, এখানে একসাথে ৪ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে সারাদেশে দিনাজপুর জেলার সুখ্যাতি রয়েছে। তাই এই বৃহৎ মাঠে দেশের সর্ববৃহৎ জামাত আয়োজন করা সম্ভব- এই ভেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। এ ক্ষেত্রে সারাদেশে দিনাজপুরের নাম ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। গোটা ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
দেশের বৃহৎ এই জামাতে ঈমামতি করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন ইমাম মাওলানা সামশুল আলম কাশেমী। দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বৃহৎ এই জামাতে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য নেয়া হয় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। ৫ শতাধিক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় র্যাব ও আনসার বাহিনী। স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দেয় বিজিবি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাসির ব্যবস্থাও করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
প্রথম বারেই বৃহৎ এই ঈদের জামাত সফল হওয়ায়, আগামীতে এই জামায়তে মুসল্লির সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।
২৬ জুন ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর