বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:০২:৪৬

ছেলের লাশ দেখতে এসে মারা গেলেন মা

ছেলের লাশ দেখতে এসে মারা গেলেন মা

এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জে ছেলের লাশ দেখতে এসে মারা গেলেন মা। বুধবার (২৬ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের যশোহর গ্রামে এ ঘটনা ঘটে।

বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আব্দুস সালাল (৫৭) ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে টিবওয়েলে যায়।

সেখানে অসুস্থ হয়ে পড়েন। সেখানেই তিনি মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে ছোট ছেলের বাসা থেকে এসে বড় ছেলের লাশ দেখে সকাল সাড়ে ৮টার দিকে মা সকিমন নেছা (৭০) মারা যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে