দিনাজপুর : এক দোকানির নাড়ি-ভুঁড়ি বের হওয়া লাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে দিনাজপুর সদরে। পান দোকানদার মোখলেছুর রহমান ধোলাকে (৩০) হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার রামনগরের দুলু মিয়ার ছেলে ধোলার রামনগর বাজারে পান-সিগারেটের দোকান রয়েছে। শহরের রামনগরে ফুটবল খেলার মাঠসংলগ্ন জঙ্গল থেকে শনিবার বেলা ১১টার দিকে তার দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
কোতয়ালি থানা পুলিশ জানায়, সকালে রামনগরে ফুটবল খেলার মাঠসংলগ্ন জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। হাত-পা বাঁধা লাশের শরীর দাহ্যপদার্থ দিয়ে পোড়ানো।
নিহতের বড় ভাই মোকসেদ আলী গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় ভাত খেয়ে দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। সারারাত খোঁজাখুঁজির পর তাকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে প্রাচীরঘেরা একটি মাঠে আগুনে পোড়া নাড়ি-ভুঁড়ি বের হওয়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে সেখানে গিয়ে লাশটি শনাক্ত করা হয়।
তিনি জানান, কিছু বখাটে যুবক তার ছোট ভাইয়ের দোকানে এসে দীর্ঘদিন চাঁদা চেয়ে আসছিল। তারা মাঝে মধ্যে জিনিসপত্র কিনে টাকা না দিয়েই চলে যেত। বাড়ির জমি নিয়ে নিকটাত্মীয়দের সঙ্গে বিবাদ রয়েছে বলে জানান তিনি। সম্প্রতি আত্মীয়দের সঙ্গে বিবাদও হয়। এ দুই কারণে তার ভাই হত্যার শিকার হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, মোখলেছুরকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর