বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০১:৩২:৫৬

কাহারোলে মাসব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলা

কাহারোলে মাসব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলা

শামীম রেজা,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ আজ ২৫ নভেম্বর বুধবার থেকে মাস ব্যাপি শুরু হচ্ছে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে রাস মেলা। মেলাকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন মেলার কর্তৃপক্ষ। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি। মন্দিরকে ঘিরে আজ বুধবার থেকে এক মাস ব্যাপী শুরু হচ্ছে রাস মেলা। ইতিমধ্যে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারত এবং বিভিন্ন দেশের পর্যটক ও ভক্তবৃন্দের সমাগম ঘটে এই মেলায়। এবার এই মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রদর্শনী ও সার্কাস, যাত্রা, পুতুল নাচ এবং মেলাকে আকর্ষণ করে গড়ে তোলার জন্য হরেক রকমের দোকান পাট মন্দির চত্বরে বসানো হয়েছে । অগ্রহায়ন মাসের পূর্ণিমায় প্রতি বছরের মতো এ বছরও পূর্ণিমা রাত্রী ১২ টা ১ মিনিটে রাঁধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেধিতে পূঁজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হবে। মেলায় রাঁধা-কৃষ্ণের বিগ্রহকে এক নজর দেখা এবং পাপ মোচন করে পুণ্যের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারো নারী-পুরুষ ও ভক্তবৃন্দের আগমন ঘটে মেলা শুরু হওয়ার ২/৩ দিন পূর্বে থেকে। ঐতিহাসিক শ্রী শ্রী ক কান্তজিউ রাস মেলায় বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। বুধবার বিকাল ৪ টার দিকে মাসব্যাপী মন্দির চত্বরে রাস মেলার আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য শ্রী মনোরঞ্জনশীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও দিনাজপুর রাজদেবোত্ত্বের এষ্টেট-এর ট্রাস্টি বাহাদুর মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রাশিদ চৌধুরী, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল ও দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজদেবোত্তের এষ্টেট-এর এজেন্ট অমলেন্দু ভৌমিক। কাহারোল থানার ওসি মোঃ আব্দুল মজিদ জানান, ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলায় যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে কোন প্রকার অপতৎপরতা রোধে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ২৫নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে