বর ও কাজীসহ ৬ জনের সাজা
নিউজ ডেস্ক : বাল্য বিয়ে আয়োজন করার অভিযোগে বর ও কাজীসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
দিনাজপুরের খানসামায় এ ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজেবুর রহমানের নেতৃত্বে শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- বর আলমগীর হোসেন (২৫) ও কাজী মজিবর রহমানকে (৪৫) এক মাসের কারাদণ্ড এবং বরযাত্রী ফিরো জিদুল ইসলাম (২৫), রহিদুল ইসলাম (২৬), মো. আনিছুর রহমান (২৫) ও মো. আরিফ হোসেনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
খানসামা থানার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাত ১০টায় খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্নখলী গ্রামের হামিদুল ইসলামের কন্যা ৮ম শ্রেণীর ছাত্রীর (১৪) সঙ্গে একই এলাকার ওয়াজেদ আলীর পুত্র আলমগীর হোসেন (২৫) গোপনে বিয়ের আয়োজন করেন।
বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজেবুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেয়। এ সময় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ