দিনাজপুর : পুলিশ কনস্টেবল হিসেবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন এক চাকরিপ্রার্থী নারী। কারণ মাত্র ১০৩ টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়ে গেছে তার। পুলিশে চাকরি পাওয়ার খুশিতে মেয়ের কান্না দেখে কেঁদে ফেলেন বাবাও।
মঙ্গলবার দিনাজপুর পুলিশ লাইন অডিটোরিয়ামের সামনে বাবা-মেয়ের কান্নার এ দৃশ্য দেখা যায়। তাৎক্ষণিকভাবে ওই বাবা-মেয়ের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ওই মেয়ের চাকরি হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, দিনাজপুরে ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল হিসেবে ৮০ জন নারী-পুরুষ চাকরি পেয়েছেন। মঙ্গলবার কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলো।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর পুলিশ লাইন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০৩ টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবল হিসেবে চূড়ান্ত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়। পুলিশ সুপার মো. সৈয়দ আবু সায়েম চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।
পুলিশ সুপার মো. সৈয়দ আবু সায়েম বলেন, ৮০ জন নারী-পুরুষকে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ২৬ জন নারী ও ৫৪ জন পুরুষ। এদের মধ্যে পাঁচজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষকে চূড়ান্ত করা হয়েছে।