দিনাজপুর: এবার গরু-ছাগল অসুস্থ হলেই বাড়িতে পৌঁছে যাবে ক্লিনিক! দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম বিশেষায়িত ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালের সামনে এ ভ্রাম্যমাণ ক্লিনিকের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মু. আবুল কাসেম।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার ডা. মো. ফজলুল হক, এগ্রিকালচার অনুষদের ডিন ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক ড. মো. মোস্তাফিজার রহমান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক ড. শ্রীপতি সিকদার, ভেটেরিনারি অনুষদের ডিন ড. তাহেরা ইয়াসমিন, হিসাব শাখার পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন খান, প্রক্টর ড. মো খালেদ হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. ইমরান পারভেজ প্রমুখ।