শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ০৫:২৩:৪৭

রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন এমপি গোপাল

রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন এমপি গোপাল

দিনাজপুর থেকে : করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটিতে গৃহে অবস্থানকারী খেটে খাওয়া মানুষদের রাতে আধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রি (চাল, ডাল, আলু, তেল, সাবান) পৌছে দিচ্ছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। কাহারোল উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতে আধারে বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রি পৌছে দেন এমপি গোপাল। 

এসময় মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, সবাই জানেন অতি সম্প্রতি আবিষ্কৃত হওয়া করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যো'গ। বর্তমান প্রাণঘা'তী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। আর দেশের এই সং'ক'টময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি ও আমার নির্বাচনী এলাকায় যারা আমাকে ভোট দিয়ে আস্থা রেখেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা খাদ্যসামগ্রি বিতরণ করেছি। বর্তমান সময়ে গরীব, মহেনতি মানুষের পাশে দাঁড়ানোর মোক্ষম সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষ'মতায় থাকলে একজন মানুষও না খেয়ে মরবে না। আর আমি চেষ্টা চালিয়ে যাব সর্বদাই আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের পাশে থাকার জন্য।
 
তিনি সকলকে সত'র্ক করে বলেন, পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রা'ন্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জ'রুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রা'ন্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁ'কিতে এরয়েছি।

এমপি গোপাল বলেন, তাই প্রয়োজন সচেতনতা ও সত'র্কতা। বিশ্ব স্বাস্থ্যসংস্থা চিকিৎসক ও সর্বস্তরের মানুষকেই এই বিষয়ে সচেতন করছেন। শুধু নিজে সত'র্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে। গুজব থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গু'জবে কান দেবেন না। গু'জব ছড়ানোটা বিভ্রা'ন্তিকর ও অপরা'ধও। তাই গু'জবে কান দেন দেবেন না, আত'ঙ্কিত হবেন না। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে বলুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে