দিনাজপুর থেকে : দিনাজপুর-১ আসনে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, কৃষকদের উন্নয়নে সব সময় পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পুরণে বদ্ধপরিকর। করোনা ভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন।
১৫ এপ্রিল ২০২০ বুধবার বীরগঞ্জ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বীরগঞ্জ খাদ্য গুদামে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান ২০২০ এর উদ্বোধন করতে গিয়ে এমপি গোপাল এসব কথা বলেন। এবারের লক্ষমাত্রা ১৮২ মেট্রিক টন।
তিনি সকলকে সত'র্ক করে বলেন, সবাই জানেন অতি সম্প্রতি আবিষ্কৃত হওয়া করোনা একটি বৈশ্বিক দুর্যো'গ। পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রা'ন্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রা'ন্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁ'কিতে রয়েছি। তাই প্রয়োজন সচেতনতা ও সত'র্কতা।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্যসংস্থা চিকিৎসক ও সর্বস্তরের মানুষকেই এই বিষয়ে সচেতন করছেন। শুধু নিজে সত'র্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে। গু'জব থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গু'জবে কান দেবেন না। গু'জব ছড়ানোটা বিভ্রা'ন্তিকর ও অ'পরা'ধও। তাই গু'জবে কান দেন দেবেন না, আ'ত'ঙ্কিত হবেন না। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে বলুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, বীরগঞ্জ এলএসডি ওসি মো.আজমত আলী প্রমুখ।