শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ১০:১৫:৩৭

‘যারা ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, তাদের নেতাগিরি না করে ভিক্ষা করা উচিত’

‘যারা ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, তাদের নেতাগিরি না করে ভিক্ষা করা উচিত’

নিউজ ডেস্ক : দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেছেন, ‘যারা গরীবের ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, নেতাগিরি না করে এইসব চাল চোরদের ভিক্ষা করা উচিত। আমার নির্বাচনি এলাকায় এ ধরনের বিক্ষিপ্ত দুয়েকটি ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রশাসন ও আমি নিজে কঠোর হস্তে সেই বিষয়টি দমন করেছি, একটি বিষয় আরও তদন্তের মধ্যে রয়েছে। আমি এবিষয়ে আশ্বস্ত করতে চাই, আমার নির্বাচনি এলাকায় গরিব মানুষের জন্য বরাদ্দকৃত চাল চুরি করে কেউ পার পাবে না। আমি জীবিত থাকা অবস্থায় এইটা হতে দেবো না কখনও।’

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় তার নিজস্ব ফেসবুকে এক ভি'ডিও বার্তার মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি সবাইকে বাসায় নিরাপদে থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের উৎপাদিত যে ফসল এটি ভালোভাবে সবার ঘরে উঠুক। নিরাপদ দূরত্বে থেকে আমরা যেন আমাদের কৃষি কাজগুলো করতে পারি। আর কৃষিকাজ না করলে আমাদের খাদ্য সং'কটে পড়তে হবে, সেটি যেন কখনোই না হয়। আমি সবার কাছে অনুরোধ রাখছি, সবাই নিরাপদ দূরত্ব রেখে মুখে মাস্ক ব্যবহার করে কাজ করবেন। কৃষকদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানাই, এটি না থাকলে তাদের কাছে যে গামছা থাকে সেটি ব্যবহার করে কৃষি কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় এবারে ধানের বাম্পার ফলন হবে। আগামী কিছুদিনের মধ্যে এই সোনালী ফসল ঘরে উঠাতে পারবো। এতে করে মানুষের যে খাদ্যের সংকট সেটিও কমে আসবে।‘

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে