মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ০৪:১৬:৪৫

অসহায় মানুষদের ত্রাণ আত্মসাতকারীদের একমাত্র পরিচয় তারা রিলিফ চোর : এমপি গোপাল

অসহায় মানুষদের ত্রাণ আত্মসাতকারীদের একমাত্র পরিচয় তারা রিলিফ চোর : এমপি গোপাল

দিনাজপুর থেকে : ''রিলিফ আ'ত্মসাৎ'কারী দের কোন ধর্ম, কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। দেশের এই ক্লা'ন্তিলগ্নে যারা অসহায় মানুষদের ত্রাণ আত্ম'সাতের চিন্তা করে, এই অনৈতিক ব্যক্তিদের একমাত্র পরিচয় তারা রিলিফ চোর। আর এই চোরদের ক্ষেত্রে ক'ঠো'র হস্তে দমন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'' 

২৭ এপ্রিল ২০২০ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দে'শনায় কাহারোল উপজেলার ১১ মাইলে কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী বিতরণকালে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

তিনি সকলকে স'ত'র্ক করে বলেন, সবাই জানেন অতি সম্পতি আবিষ্কৃত হওয়া করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যো'গ। পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রা'ন্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রা'ন্ত হতে পারি। 

গোপাল বলেন, ''কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁ'কিতে রয়েছে। তাই প্রয়োজন সচেতনতা ও সত'র্কতা। বিশ্ব স্বাস্থ্যসংস্থা চিকিৎসক ও সর্বস্তরের মানুষকেই এই বিষয়ে সচেতন করছেন। শুধু নিজে সত'র্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে।'' এসময় উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফউদ্দীন, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে