শুক্রবার, ০১ মে, ২০২০, ১০:২০:২৬

করোনায় মৃত্যুবরণকারী হিন্দুর সৎকারের দায়িত্ব বহনের প্রতিশ্রুতি এমপি গোপালের

করোনায় মৃত্যুবরণকারী হিন্দুর সৎকারের দায়িত্ব বহনের প্রতিশ্রুতি এমপি গোপালের

দিনাজপুর থেকে : দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বীরগঞ্জ উপজেলার প্রায় ৬৪ প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রাণঘা'তী করোনা ভাইরাসের ক্রান্তিকালে মানবেতর জীবনযাপন করছে। তারা প্রকাশ্যে মুখ ফুটে তাদের বেদনার কথা প্রকাশ করতে পারছে না। 

তিনি বলেন, আজ শেই শিক্ষকদের নুন্যতম হলেও সহযোগিতা করে হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তারা একটি দায়িত্ব পালন করছে। এছাড়া তারা কেবলমাত্র ত্রাণ সহযোগিতা করছে না বরং যদি সনাতন ধর্মাবলম্বীদের কেউ করোনায় আক্রা'ন্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদের সৎকাজের দায়িত্ব গ্রহণ করেছে কল্যাণ ট্রাস্ট হিন্দু কল্যাণ ট্রাস্ট।

মনোরঞ্জন শীল গোপাল আরো বলেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট দেশের করোনা সংক্রামনের ক্রান্তিলগ্নে তারাও যথার্থ ভূমিকা পালন করার চেষ্টা করছে। সনাতন ধর্মাবলম্বীদের কেউ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে তার দাহ করার দায়িত্ব হিন্দু কল্যাণ ট্রাস্ট বহন করার প্রতিশ্রুতি প্রদান করেছে এবং দায়িত্ব নিয়ে তাদের সৎ কাজ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা ট্রাস্টিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

শুক্রবার বীরগঞ্জ কেন্দ্রীয় হরিমন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অন্তভূক্ত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক/শিক্ষিকাদের মাঝে খাদ্রসামগ্রী বিতরণকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক শাহ মো. মশিউর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে