দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান দাস জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ থাকায় গত ১৩ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ১৫ দিন পর রবিবার রাতে ওই পরীক্ষার রিপোর্ট এসেছে করোনা পজিটিভ। অথচ নমুনা দেয়ার পরদিন (১৪ জুন) থেকে তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন বলে জানান আওয়ামী লীগ নেতা ধীমান দাস।
তিনি জানান, ১৩ জুন জ্বরসহ অসুস্থ ছিলাম। তাই চিকিৎসকদের জানালে তারা করোনা পরীক্ষার জন্য নমুনা নেন এবং দিনাজপুর ল্যাবে পাঠান। নমুনা দেয়ার পরদিন ১৪ জুন থেকে আমার কোন অসুস্থতা ছিল না। কিন্তু ১৫ দিন পর রবিবার রাতে ওই রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ কারণে চিকিৎসকরা আরও কয়েকদিন বাড়িতে থাকতে বলেছেন।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুল জানান, করোনা পজিটিভ পাওয়ার পর ওই রোগীকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। ধীমান দাস ৮ জুন থেকে অসুস্থ ছিলেন। ১৩ জুন নমুনা নেয়া হয়। ধীমান দাসের ক্ষেত্রে নমুনা দেয়ার পর ১৪দিন পার হয়েই গেছে। সে সুস্থও আছেন। এরপরও তাকে কয়েকদিন থাকতে বলা হয়েছে এবং তাকে আরেকবার চিকিৎসকরা দেখে সুস্থতা ঘোষণা করা হবে।