বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ০৫:৫৩:৩৬

বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু : এমপি গোপাল

বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু : এমপি গোপাল

দিনাজপুর : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ এর সাম'রিক শা'সনবিরো'ধী আ'ন্দো'লন, '৬৬-এর ৬-দফা, '৬৯-এর গণঅ'ভ্যুত্থা'ন ৭০ এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতা'ন্ত্রিক ও স্বা'ধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালির অধিকারের প্রশ্নে কখনো আ'পো'ষ করেননি। ফাঁ'সির মঞ্চেও তিনি বাংলা ও বাঙালির জয়গান গেয়েছেন। দীর্ঘ চ'ড়াই-উৎ'রাই পেরিয়ে এই মহান নেতা ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন পাকিস্তানি শা'সকগো'ষ্ঠীর র'ক্তচ'ক্ষু উপেক্ষা করে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ঘোষণা করেন ''এবারের সং'গ্রা'ম আমাদের মুক্তির সং'গ্রা'ম, এবারের সং'গ্রা'ম স্বাধীনতার সং'গ্রা'ম', যা ছিল মূলত স্বাধীনতার ডাক। 

এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং তারই নেতৃত্বে দীর্ঘ নয় মাস স'শ'স্ত্র মুক্তিযু'দ্ধের মাধ্যমে বাঙালি জাতি বিজয় অর্জন করে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘা'ত'কচ'ক্র জাতির পিতাকে হ'ত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। আর যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অ'ক্ষ'য় হয়ে থাকবে।

২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ের ভিত্তি স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দীন এর সভাপতি আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

আলোচনা সভার পরিচালনা করেন পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম শাহ্। এর আগে পলাশবাড়ী ইউনিয়নে ভান্ডেরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন, ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ঢেপা নদী দোমুখা ঘাটে পোনা মাছ অবমু'ক্তকরণ ও ২০২০-২০২১ অর্থ বছর প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে মাসকালাই'র বীজ ও সার বিনামূল্য বিতরণ করেন এমপি গোপাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে