হালিম আল রাজি, (হিলি) দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযো'দ্ধা ওমর আলী শেখকে হা'তুড়ি পে'টা ও ধা'রালো অ'স্ত্র দিয়ে গু'রুতর জ'খমের ঘ'ট'নায় আট'ক জাহাঙ্গীর হোসেন ও আসাদুল হকের পরিচয় পাওয়া গেছে।
ইউএনওর মাথায় হা'তুড়ি দিয়ে আঘা'তের প্রধান অভি'যু'ক্ত আসাদুল হক ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সদস্য। আর জাহাঙ্গীর হোসেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক। সম্প্রতি ত্রাণ বিতরণ নিয়ে পৌরমেয়র আব্দুস সাত্তার মিলনের ও'পর হাম'লা চা'লায় তারা। হা'মলা, চাঁ'দাবাজি, মা'দকসেবনসহ বিভিন্ন অভি'যোগে মামলা দায়ের ছাড়াও অতীতে যুবলীগে তাদের নামে একাধিক অভি'যোগও করা হয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, আসাদুল ও জাহাঙ্গীর মা'দকাস'ক্ত। এছাড়া চাঁ'দাবাজিসহ বেশ কিছু অভি'যোগ এনে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা যুবলীগের কাছে চিঠি পাঠানো হয়েছিল। তাদের দুজনেরই বাড়ি ঘোড়াঘাট উপজেলায়। হিলি ও ঘোড়াঘাট থেকে গ্রে'ফতারের পর তাদের দুই জনকেই রংপুর র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে ইউএনও ওয়াহিদা খানমের বাসার নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশকেও আট'ক করা হয়। তার বাড়িও ঘোড়াঘাট উপজেলায়।-বাংলা ট্রিবিউন