দিনাজপুর থেকে : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হ'ত্যা প্রচেষ্টা ঘ'টনার মোড় ঘু'রিয়েছে একটি লাল শার্ট। ওই শার্টের সূ'ত্র ধ'রে র্যাব-১৩ (রংপুর) মামলার মূল আসামি আসাদুলকে গ্রে'ফ'তার করে। তার স্বী'কারো'ক্তি অনুযায়ী অপর ২ জনকে গ্রেফ'তার করে র্যাব।
শুক্রবার রাতে র্যাব-১৩ রংপুর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নি'শ্চিত করে বলেন, যদিও আসা'মিরা চু'রির ঘ'টনা বলছে; তবে র্যাব তার বাইরেও কোনো ঘ'টনা আছে কিনা- তা তদ'ন্ত করছে। র্যাব অধিনায়ক ১২ মিনিটের প্রেস ব্রিফিংয়ে বলেন, র্যাব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘ'টনার সঙ্গে জড়িতদের একজনের গায়ে লাল শার্ট দেখতে পায়। ওই শার্টের স'ন্ধা'নে আসাদুলকে গ্রেফ'তার করলে সে ওই শার্ট তার নিজের বলে স্বী'কার করে। ফলে ওই ঘ'টনার তদ'ন্তের মোড় ভিন্ন দিকে ঘুরে যায়।
পরে আসাদুল ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বী'কার করে তার সহযোগীদের নাম বললে র্যাব তাদের গ্রে'ফতার করে। একটি সূত্র জানায়, হাতুড়ি আসাদুল সংগ্রহ করেছে। তবে ওই হাতুড়ির উৎস সম্পর্কে র্যাব কিছু জানাতে চায়নি। মামলার তদ'ন্তের স্বার্থে তারা কিছু ত'থ্য গো'পন রাখছে বলে জানান।