ফজিবর রহমান বাবু : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ''বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শীতে করোনাভাইরাস এর প্রাদু'র্ভাব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই আ'শং'কা করে সকলকে আগাম সজাগ থাকার জন্য আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ''মানুষ সৃষ্টির অনেক পরে ধর্ম প্রবর্তিত হয়েছে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। ধর্ম রক্ষার জন্য মানুষ নয়, মানুষ রক্ষার জন্য ধর্ম। তাই মানুষকে রক্ষার সর্বাত্মক চেষ্টা সবাইকে করতে হবে।'' ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার নবাবগঞ্জ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি নবাবগঞ্জ উপজেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অর্ন্তভূক্ত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাকে পুজার উপহার স্বরুপ শাড়ী ও পাঞ্জাবী বিতরণ করেন। নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারমান পারুল বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, নবাবগঞ্জ থানার ওসি আশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার আহবায়ক মুক্তি চন্দ্র সরকার।
এদিকে ঘাড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, ফুলবাড়ী উপজেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অর্ন্তভূক্ত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাকে পুজার উপহার স্বরুপ শাড়ী ও পাঞ্জাবী এবং প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান চেক প্রদান করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।