ফজিবর রহমান বাবু : কৃষক ও কৃষিকে বাঁচাতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা কৃষকের দোড় গোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। এখন সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। কৃষিপণ্য নিয়ে কাঁদতে হয় না। বর্তমান কৃষি বান্ধব আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষিকে বাঁচিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে যাচ্ছে। বাংলাদেশ সব দিক থেকে উন্নত ও সমৃদ্ধ হবে, সেই লক্ষ্যেই বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা কৃষকদের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য কৃষক লীগের জন্ম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধস্ত এ দেশে কৃষকদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন। জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নে কৃষকদের জন্য সরকারি সুবিধাদি নিশ্চিত করছে তারই কন্যা শেখ প্রধানমন্ত্রী হাসিনা। ১৬ জানুয়ারী ২০২১ শনিবার সকালে কাহারোল উপজেলা হলরুমে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ৩শ শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জেলা কৃষক লীগের সহ-সভাপতি গোপেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, বাংলাদেশ কৃষকলীগের সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, বাংলাদেশ কৃষকলীগের সদস্য আরমানুল হক পার্থ।