শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ০৪:৫২:১৯

কিছু ভন্ড ও ধর্ম ব্যবসায়ীরা ধর্মীয় মূল্যবোধকে লাঞ্ছিত করছে : এমপি গোপাল

কিছু ভন্ড ও ধর্ম ব্যবসায়ীরা ধর্মীয় মূল্যবোধকে লাঞ্ছিত করছে : এমপি গোপাল

ফজিবর রহমান বাবু : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মীয় অনুশাসন মানুষকে মানবিক গুনাবলিতে গুণান্বিত করে আর উগ্র সাম্প্রদায়িকতা সমাজে বিশৃঙ্খলা ঘটায়। 

তিনি বলেন, কিছু ভন্ড এবং ধর্ম ব্যবসায়ীরা ধর্মীয় মূল্যবোধকে লাঞ্ছিত করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল যা পৃথিবীর কাছে অনুকরণীয়। আর এটি সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার কাহারোল উপজেলার তারগা ইউনিয়নে পাহাড়পুর মোড়লপুকুর শ্রীশ্রী শ্যামাকালী মন্দিরের বাউন্ডারী নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাহাড়পুর বেলাই চন্ডি আশ্রম এর পরিচালক অনিল চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, জয়নন্দ ডিগ্রি কলেজের  অধ্যক্ষ মোহন চন্দ্র রায়, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন ও সাধারন সম্পাদক মেহেদী হাছান, তারগা ইউনিয়নে চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে