মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ০৯:৪১:২২

ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করে: মনোরঞ্জন শীল গোপাল এমপি

ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করে: মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফজিবর রহমান বাবু : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মীয় অনুশাসন মানুষকে সুন্দর করে। ধর্ম মানুষকে সমৃদ্ধি করে। প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়। নৈতিকতা ও মূল্যবোধ ধর্মের মূল শিক্ষা। ধর্মীয় চর্চা বা অনুভূতি একজন মানুষকে সকল মনুষ্যত্বের গুণের অধিকারী করে। ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করে। তাই সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। 

মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২১) সন্ধায় বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে দলুয়া হরেকৃষ্ণ আশ্রম মন্দিরে শিক্ষার্থীদের মাঝে পবিত্র গিতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবীন্দ্র নাথ গোবিন বর্মন, আওয়ামী লীগের রেজাউল প্রমূখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে