ফজিবর রহমান বাবু: চতুর্থ ধাপে দিনাজপুরের কাহারোল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে স্ব-স্ত্রীক ভোট দিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
রোবিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ৬ নং রামজন্দ্রর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঠেকিয়াবাড়ী ৪৪ নং নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ নম্বর বুথে তিনি ব্যালটের মাধ্যমে চেয়ারম্যান ও মেম্বার পদে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘আমি চেয়ারম্যান ও মেম্বার পদে ভোট দিলাম। খুবই সুন্দর পরিবেশে ভোট দিলাম। ভোট নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন । যারা এখনো ভোট কেন্দ্রে আসেননি, তারা কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমি আশা করছি। ভোট শেষে খুব দ্রতই আমরা ফল পেয়ে যাবো।
তিনি আরও বলেন, কাহারোলের উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আওয়ামী লীগের সময় ১৯৯৬ সালে ক্ষমতায় এসে উন্নয়ন শুরু করে। মাঝে বিএনপি জামায়াত উন্নয়নের ধারা ব্যাহত করেছিল। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে যে উন্নয়ন হয়েছে, সেজন্য জনগণ আমাদের পাশেই থাকবে। এবারো এখানে নৌকা জিতবে বলে আমি আশা রাখি।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইউসুফ আলী জানান, ৪৪ নং নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ নম্বর বুথে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রে প্রবেশ করে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।