শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ১১:৫৪:১৭

দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই: এমপি গোপাল

 দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শান্তি-প্রগতির বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নাই। প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের মূল চাবিকাঠি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার সর্বাধিক প্রয়োগ এবং বাস্তবায়নের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছন। 

কেবল পাঠ্য পাঠ্যপুস্তকে শিক্ষাই নয়, আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারলে আগামী প্রজন্ম দেশপ্রেমিক হতে পারবে। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশে একজন মানুষও নিরক্ষর থাকবে না। সেটি বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা আজ শিক্ষায় সর্বোচ্চ মনোনিবেশ করেছেন এবং প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুদৃশ্য একাডেমিক ভবন নির্মাণ করেছেন।

শনিবার (২৯ জানুয়ারি ২০২২) বিকেলে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে টেঘড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টেঘড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ক্ষীরদ চন্দ্র রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টেঘড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম আলী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে