সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ০৩:২২:৪৯

শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে দৃঢ়তার সম্ভাবনা: এমপি গোপাল

শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে দৃঢ়তার সম্ভাবনা: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, চেতনায় বঙ্গবন্ধু নেতৃত্বে শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে দৃঢ়তার সম্ভাবনা। আর বিএনপি'র চিন্তা ছিল দেশ স্বাবলম্বী হলে আন্তর্জাতিক ভিক্ষা পাওয়া যাবে না। বঙ্গবন্ধুর নির্দেশনা ছিল যে ভিক্ষুকরা কখনো মর্যাদা সম্পন্ন হতে পারে না, তাই স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শেখ হাসিনার দূরদর্শীতায় বাংলাদেশ স্বাবলম্বী এবং উন্নয়নশীল দেশে অগ্রগামী।

সোমবার (১১ এপ্রিল ২০২২) দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট কর্তৃক আয়োজিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। 

রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ইউনিট কার্য নির্বাহী সদস্য মো. কামরুল হুদা হেলাল, ডা. মো. আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, জয়নন্দ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহন চন্দ্র রায়, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়, দিনাজপুর ইউনিটের যুব প্রধান মো. কিবরিয়া জাহিদ। 

এসময় ডাবোর ইউনিয়নে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ২১৩ টি পরিবারের মাঝে ৪ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর ইউনিট লেভেল অফিসার মো. ফজলুল করিম। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের উপকারভোগীরা ও রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে