বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ০৩:৫৬:৫২

বাঙালির চেতনা ম্লান হলে সার্বভৌমত্ব বিলুপ্ত হবে: এমপি গোপাল

বাঙালির চেতনা ম্লান হলে সার্বভৌমত্ব বিলুপ্ত হবে: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু : বাঙালির চেতনা ম্লন হলে সার্বভৌমত্ব বিলুপ্ত হবে এমন মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি গোপাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আর বাঙ্গালীর চেতনায় ধাপে ধাপে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ নির্মিত হয়েছে। পাকিস্তানবিরোধী ২৪ বছরের যে সংগ্রাম আন্দোলন সেই আন্দোলন গড়ে উঠেছিল বাঙালি চেতনার ভিত্তিতে। মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ উত্থানের কারণে। কাজেই তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেই স্লোগানেই জয়বাংলা রূপান্তরিত হয়ে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক। এর আগে বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী এমপি মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার শহর প্রদক্ষিণ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে