বুধবার, ০৬ জুলাই, ২০২২, ০৬:২০:১৭

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতেই হবে: এমপি গোপাল

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতেই হবে: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সরকারি সকল নিয়োগে ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতেই হবে। 

তিনি বলেন, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করবার ঘোষণা আমাদের মহান সংবিধানের সাংবিধানিক নিয়মেই। পশ্চাৎপদ জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

মঙ্গলবার (৫ জুলাই ২০২২) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০২১-২০২২ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ দ্বারা উপজেলার ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল আরও বলেন, ইতিহাসের সকল ন্যায় সঙ্গত সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান বিরোধী আন্দোলন মহান মুক্তিযুদ্ধে নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম। সাঁওতাল বিদ্রোহের চেতনায় সিধু কানুকে হৃদয়ে ধারণ করে তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি।

তিনি বলেন, তাদের সহজ সরলতার সুযোগ নিয়ে একটি সম্প্রদায় তাদের ভূমিহীন এবং নিঃস্ব করতে এখনো তৎপর তাদের ভূমি লিখে নেওয়া এ বিষয়টি সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে