ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রত্যেক ধর্মে শান্তি ও মানবতার কথা বলা হয়েছে। ধার্মিক হওয়া ও ধর্মান্ধ হওয়া এক নয়।
তিনি বলেন, ধর্মকে মানুষের কল্যানে ব্যবহার করতে হবে। ধার্মিক ব্যাক্তিরা সমাজে ক্ষতি করে না। কিন্তু যারা ধর্মান্ধ তারা ধর্মের নামে উগ্র সম্প্রদাকিতা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ধর্মান্ধদের প্রতিহত করতে হবে।
এমপি গোপাল আরও বলেন, শেখ হাসিনার অসাম্প্রদায়িক দৃষ্টির কারণেই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করে যাচ্ছেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করতে হবে।
মঙ্গলবার (১২ জুলাই ২০২২) রাতে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে ভোগনগর শালবাড়ী হরিমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, ভোগনগর ইউপি চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল দেব শর্মা।