শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৮:৪৩

শেখ হাসিনার নেতৃত্বের দূরদর্শিতা উপলব্ধী করেছেন ভারতীয় নেতারা: এমপি গোপাল

শেখ হাসিনার নেতৃত্বের দূরদর্শিতা উপলব্ধী করেছেন ভারতীয় নেতারা: এমপি গোপাল

ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ভারতীয় নেতারা উপলব্ধি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের দৃঢ়তা, প্রজ্ঞা এবং দূরদর্শিতা সম্পর্কে। শেখ হাসিনার দূরদর্শিতা সম্পর্কে তারা একটি নতুন ধারণা লাভ করেছেন। 

তিনি বলেন, বাঙালিরা কখনো বিশ্বাস ঘাতকতা করে না এর সাক্ষ্য প্রধানমন্ত্রী চার দিনের ভারত সফরে রেখে এলেন। বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বের বন্ধন ছিন্ন হবে না এটা বিশ্ববাসী জেনে গেছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের এমন কোন সেক্টর বাকী নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোয়া লাগেনি। সর্বক্ষেত্রে উন্নয়ন করেছে তিনি। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর দুঃখ দুর্দশা লাঘবে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছেন। যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বার্ষিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৬টি সংস্থাকে ১ লাখ ২০ টাকা ও ৮জন প্রতিবন্ধীকে ৮টি হুইল চেয়ার এবং উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে বাসনপত্র বিতরণ করেন প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারওয়ার মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে