ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে। বর্তমান সরকারের শিক্ষানীতির কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপিঠে অধ্যয়নের সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, বর্তমানে জ্ঞান-বিজ্ঞানের সাথে নৈতিক শিক্ষাকে সম্পৃক্ত করেই আমাদের এগিয়ে যেতে হবে নইলে আধুনিক জীবন চলাকে বাধাগ্রস্ত করে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে মাদ্রাসার যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার ক্ষমতায় থাকাকালীন তা করেনি।
বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার নব নির্মিত ‘কাহারোল বাজার ফাজিল মাদরাসা’র ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, ফাজিল মাদরাসার সভাপতি আশরাফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মো. আজমুল হক।