ফজিবর রহমান বাবু, দিনাজপুর: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মেহেনতি মানুষের মুক্তি কাফেলার অন্যতম খাদেম আওয়ামী লীগ। দেশের মানুষ যাতে উন্নত জীবিকা নির্বাহ করে তার জন্য কেবলমাত্র আওয়ামী লীগই চিন্তা করে।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের সম্পৃক্ত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই শ্রমিক স্বার্থ সংরক্ষণের সর্বাত্মক প্রচেষ্টাকে অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২২) বীরগবঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.মামুন অর-রশিদ, উপজেলা রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মনোয়েম মিয়া।
আলোচনা সভাটির পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. দ্বীন ইসলাম। এর আগে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।