ফজিবর রহমান বাবু, দিনাজপুর: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। আদর্শ নাগরিক তৈরির জন্য সুষ্ঠু, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার পথ সুগম করতে হবে।
সংসদ সদস্য বলেন, ছাত্রছাত্রীর মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা, দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আনন্দঘন শিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত করছে বর্তমান সরকার। আগামীর কর্ণধার বর্তমান শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার (১৫ অক্টোবর ২০২২) বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে টি বি এম কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টি বি এম কলেজের সভাপতি ড. প্রকৌশলী মো. মামুনুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি. ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মো. জিয়াউর রহমান জিয়া, সাধারন সম্পাদক মো. মাকসুদুজ্জামান সাজু।
স্বাগত বক্তব্য রাখেন টি বি এম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী। এর আগে একই ইউনিয়নে ড. প্রকৌশলী মো. মামুনুর রশিদ সায়েন্স এন্ড টেকনোলজি (পলিটেকনিক) ইন্সটিটিউট ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।